A Gift of Chappals Class 7
Part I
Page No: 22
1. What is the secret that Meena shares with Mridu in the backyard?
(হোয়াট ইজ দ্য সেকরেট দ্যাট মিনা শেয়ারস উইথ মৃদু ইন দ্য ব্যাকওয়ার্ড?)
-কী এমন গোপন কথা যেটা পিছনের বাগানে মীনা মৃদুর সঙ্গে ভাগ করতে চায়?
Ans: Meena shares the secret with Mridu that they found a kitten outside the gate that morning.
মীনা শেয়ার্স দ্য সিক্রেট উইথ মৃদু দ্যাট তারা ফাউন্ড আ কিটেন আউটসাইড দ্য গেট দ্যাট মর্নিং।
মীনা মৃদুকে সেই গোপন কথা বলল যে তারা সেই সকালে ফটকের বাইরে একটি বিড়ালছানা পেয়েছিল
2. How does Ravi get milk for the kitten?
(হাউ ডাজ রবি গেট মিল্ক ফর দ্য কিটেন?)
-কীভাবে রবি বেড়ালছানাটির জন্য দুধ জোগাড় করে?
Ans: Ravi brings milk in a glass and pours it into a coconut shell for the kitten.
রবি ব্রিংস মিল্ক ইন আ গ্লাস অ্যান্ড পোরস ইট ইনটু আ কোকোনাট শেল ফর দ্য কিটেন।
রবি গ্লাসে দুধ এনে সেটা নারকেলের খোলসে ঢেলে বিড়ালছানাকে খাওয়ায়।
3. Who does he say the kitten’s ancestors are? Do you believe him?
(হু ডাজ হিসে দ্য কিটেন’স অ্যানসেসটরস আর? ডু ইউ বিলিভহিম?)
বেড়ালছানাটির পূর্বপুরুষ হিসেবে সে কাদের কথা বলে? তুমি কি তার কথা বিশ্বাস কর?)
Ans: It was the sound of Lalli’s violin, which was very harsh and irritating.
ইট ওয়াজ দ্য সাউন্ড অফ লাল্লিস ভাইওলিন, হুইচ ওয়াজ ভেরি হার্শ অ্যান্ড ইরিটেটিং।
ওটা ছিল লাল্লির বেহালার শব্দ, যেটা খুব কর্কশ ও বিরক্তিকর ছিল।
4. Ravi has a lot to say about MP Poonai. This shows that
(রবি হ্যাজ আ লট টু সে অ্যাবাউট এমপি পুনাই। দিস সোজ দ্যাট)
-রবি এমপি পুনাই সম্পর্কে অনেক কথা বলেছে। এটা প্রমাণ করছে
i. He is merely trying to impress Mridu. (হি ইজ মেয়ারলি ট্রাইং টু ইমপ্রেস মৃদু।) -সে শুধুমাত্র মৃদুকে প্রভাবিত করার চেষ্টা করছে।
ii. His knowledge of history is sound. (হিজ নলেজ অব হিসটোরি ইজ সাউন্ড।) ইতিহাসে তার গভীর জ্ঞান আছে।
iii. He has a rich imagination. (হি হ্যাজ আ রিচ ইমাজিনেশান।) সে খুবই কল্পনাপ্রবণ।
iv. He is an intelligent child. (হি ইজ অ্যান ইনটেলিজেন্ট চাইল্ড।) -সে খুব বুদ্ধিমান শিশু।
Which of these statements do you agree/disagree to? (হুইচ অব দিস স্টেটমেন্টস ডু ইউ এগ্রি/ডিসএগ্রি টু?)-উপরিল্লিখিত বিবৃতিগুলির কোনগুলির পক্ষে তুমি সহমত, আর কোনগুলির বিপক্ষে, তুমি মত প্রকাশ করো।
Ans: We agree with the statements (1) he is merely trying to impress Mridu and (3) he has a rich imagination.
5. What was the noise that startled Mridu and frightened Mahendran?
(হোয়াট ওয়াজ দ্য নয়েজ দ্যাট স্টারটেড মৃদু অ্যান্ড ফ্লাইটেন্টড মহেন্দ্রন?)
-শব্দটি কী ছিল যেটা মৃদুকে চমকে দিয়েছিল এবং যার জন্য মহেন্দ্রন ভয় পেয়েছিল?
Ans: A ‘kreeching’ sound startled Mridu and frightened Mahendran.
এ ‘ক্রীচিং’ সাউন্ড স্টার্টল্ড মৃদু অ্যান্ড ফ্রাইটেন্ড মাহেন্দ্রন।
একটা ‘চিঁ চিঁ’ শব্দ মৃদুকে চমকে দিল এবং মাহেন্দ্রনকে ভয়ে ফেলল।
Prose: A Gift of Chappals(Workbook)
A. Answer the following questions
1. Why was Ravi upset with the elders?
হুয়াই ওয়াজ রবি আপসেট উইথ দি এল্ডার্স?
---রবি কেন বয়স্কদের ওপর রাগান্বিত ছিল?
Ans: Ravi was upset with the elders because they shouted when he helped animals.
রবি ওয়াজ আপসেট উইথ দি এল্ডার্স বিকজ দে শাউটেড হুয়েন হি হেল্পড অ্যানিম্যালস।
---রবি বয়স্কদের ওপর রাগান্বিত ছিল, কারণ সে পশুদের সাহায্য করলে তারা চিৎকার করত।
2. Describe Ravi’s character in the story.
ডেসক্রাইব রবি’স ক্যারেক্টার ইন দ্য স্টোরি।
---রবি’র চরিত্র বর্ণনা করো।
Ans: Ravi is smart, kind, and helpful. He gave his new slippers to a beggar.
রবি ইজ স্মার্ট, কাইন্ড, অ্যান্ড হেল্পফুল। হি গেভ হিজ নিউ স্লিপার্স টু আ বেগার।
রবি বুদ্ধিমান, দয়ালু এবং সহায়ক। সে একজন ভিখারিকে তার নতুন চপ্পল দিয়ে দেয়।
3. Why did Rukku Manni ask Ravi to send away the beggar?
হুয়াই ডিড রুক্কু মান্নি আস্ক রবি টু সেন্ড অ্যাওয়ে দ্য বেগার?
---রুক্কু মান্নি রবি’কে ভিখারিকে তাড়াতে কেন বলেছিল?
Ans: Rukku Manni asked Ravi to send the beggar because she didn’t want disturbance.
রুক্কু মান্নি আস্কড রবি টু সেন্ড দ্য বেগার বিকজ শি ডিডন’ট ওয়ান্ট ডিস্টার্ব্যান্স।
---রুক্কু মান্নি রবি’কে ভিখারিকে তাড়াতে বলেছিল কারণ সে বিরক্তি চায়নি।
B. Answer the following questions
1. What was in the cat’s name that pleased Mridu?
হুয়াট ওয়াজ ইন দ্য ক্যাট’স নেম দ্যাট প্লিজড মৃদু?
---মৃদুর ভাল লাগার মতো কী ছিল বিড়ালের নামের মধ্যে?
Ans: Mridu liked the name “Mahendran” because it sounded special and royal.
মৃদু লাইকড দ্য নেম “মহেন্দ্রন” বিকজ ইট সাউন্ডেড স্পেশাল অ্যান্ড রয়্যাল।
---মৃদুর ভালো লেগেছিল “মহেন্দ্রন” নামটি, কারণ এটি বিশেষ এবং রাজকীয় মনে হয়েছিল।
2. What made Ravi feel that Lalli would never learn to play the violin?
হুয়াট মেড রবি ফিল দ্যাট লাল্লি ওউড নেভার লার্ন টু প্লে দ্য ভাইওলিন?
--রবির কেন মনে হয়েছিল যে লাল্লি কখনোই বেহালা শিখতে পারবে না?
Ans: Ravi thought Lalli would never learn because she played awkwardly, unlike the master.
রবি থট লাল্লি ওউড নেভার লার্ন বিকজ শি প্লেড অকওয়ার্ডলি, আনলাইক দ্য মাস্টার।
---রবির মনে হয়েছিল লাল্লি শিখবে না, কারণ সে ভুলভাবে বাজাচ্ছিল, শিক্ষকের মতো নয়।
3. Describe Mahendran in Ravi’s words.
ডেসক্রাইব মহেন্দ্রন ইন রবি’স ওয়ার্ডস।
---রবির কথায় মহেন্দ্রনকে বর্ণনা করো।
Ans: Mahendran was a fine-looking cat with lion-like fur and a royal name.
মহেন্দ্রন ওয়াজ আ ফাইন-লুকিং ক্যাট উইথ লায়ন-লাইক ফার অ্যান্ড আ রয়্যাল নেম।
মহেন্দ্রন ছিল সুন্দর দেখতে বিড়াল, যার লোম সিংহের মতো এবং নাম ছিল রাজকীয়।
4. What made Rukku Manni stand stiff straight in front of the door?
হুয়াট মেড রুক্কু মান্নি স্ট্যান্ড স্টিফ স্ট্রেইট ইন ফ্রন্ট অব দ্য ডোর?
--রুক্কু মান্নি দরজার সামনে একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন কেন?
Ans: Rukku Manni stood stiff when she saw that Ravi had given the chappals to the beggar.
রুক্কু মান্নি স্টুড স্টিফ হুয়েন শি স’ দ্যাট রবি হ্যাড গিভেন দ্য চাপ্পালস টু দ্য বেগার।
রুক্কু মান্নি চমকে দাঁড়িয়েছিলেন যখন দেখলেন রবি ভিখারিকে চপ্পল দিয়ে দিয়েছে।
5. What was the beggar doing in the garden?
হুয়াট ওয়াজ দ্য বেগার ডুইং ইন দ্য গার্ডেন?
ভিখারি বাগানে কী করছিল?
Ans: The beggar was lying under the neem tree, resting and waiting for help.
দ্য বেগার ওয়াজ লাইং আন্ডার দ্য নিম ট্রি, রেস্টিং অ্যান্ড ওয়েটিং ফর হেল্প।
ভিখারি নিমগাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিল আর সাহায্যের অপেক্ষায় ছিল।
A. Answer the following questions
1. Where does Mridu live?
হুয়্যার ডাজ মৃদু লিভ?
মৃদু কোথায় থাকে?
Ans: Mridu lives in Madras.
মৃদু লিভস ইন মাদ্রাস।
মৃদু মাদ্রাজে থাকে।
2. Why was the kitten kept as a secret?
হুয়াই ওয়াজ দ্য কিটেন কেপ্ট অ্যাজ আ সিক্রেট?
বাচ্চা বিড়ালটিকে গোপনে রাখা হয়েছিল কেন?
Ans: Because Paati would get angry if she knew.
বিকজ পাতি ওউড গেট অ্যাংরি ইফ শি নিউ।
কারণ পাটি জানতে পারলে রেগে যেতেন।
3. What was the weird sound coming from the window?
হুয়াট ওয়াজ দ্য উইয়ার্ড সাউন্ড কামিং ফ্রম দ্য উইন্ডো?
জানালার দিক থেকে আসা অদ্ভুত শব্দটি কী ছিল?
Ans: The weird sound was the sound of the cat’s creaking sound.
দ্য উইয়ার্ড সাউন্ড ওয়াজ দ্য সাউন্ড অব দ্য ক্যাট’স ক্রীকিং সাউন্ড।
অদ্ভুত শব্দটি ছিল বিড়ালের ক্যাঁ ক্যাঁ শব্দ।
4. Whose example was set by Ravi as a kind and generous person?
হু’জ এক্স্যাম্পল ওয়াজ সেট বাই রবি অ্যাজ আ কাইন্ড অ্যান্ড জেনারাস পার্সন?
রবি কাকে উদাহরণ হিসেবে দিল দয়ালু ও উদার ব্যক্তি হিসেবে?
Ans: The example of Karna was set by Ravi as a kind and generous person.
দ্য এক্স্যাম্পল অব কার্ণা ওয়াজ সেট বাই রবি অ্যাজ আ কাইন্ড অ্যান্ড জেনারাস পার্সন।
রবি কর্ণকে দয়ালু ও উদার মানুষের উদাহরণ হিসেবে বলেছিল।
5. Whom did the music teacher compare Ravi with?
হুম ডিড দ্য মিউজিক টিচার কমপেয়ার রবি উইথ?
সংগীত শিক্ষক রবি’র তুলনা কাদের সঙ্গে করেছিলেন?
Ans: The music teacher compared Ravi with a Hanuman incarnate.
দ্য মিউজিক টিচার কমপেয়ার্ড রবি উইথ আ হনুমান ইনকারনেট।
সংগীত শিক্ষক রবি’র তুলনা হনুমানের অবতার হিসেবে করেছিলেন।
6. Why was Ravi dragging Mridu towards the backyard?
হুয়াই ওয়াজ রবি ড্র্যাগিং মৃদু টুওয়ার্ডস দ্য ব্যাকইয়ার্ড?
রবি মৃদুকে পিছনের উঠোনে টেনে নিয়ে যাচ্ছিল কেন?
Ans: To show her the kitten inside a torn football.
টু শো হার দ্য কিটেন ইনসাইড আ টোর্ন ফুটবল।
একটি ছেঁড়া ফুটবলের ভেতরে রাখা বিড়ালছানাটি দেখানোর জন্য।
Choose the correct answers:
1. Who was learning to play the violin?
(a) Meena (b) Lalli (c) Mridu (d) None of these
Ans: (b) Lalli
2. Whose example was set by Ravi as kind and generous?
(a) Ram (b) Arjun (c) Karna (d) None of these
Ans: © Karna
3. Whose chappals were given to the music master?
(a) Meena (b) Ravi (c) Beggar (d) Gopu Mama
Ans: (d) Gopu Mama
4. Ravi got milk for the kitten from—
(a) The shop (b) The kitchen (c) The cupboard (d) The fridge
Ans: (b) The kitchen
5. What was the name of Mridu’s grand mother?
(a) Thatha (b) Tapi (c) Rukku Manni (d) Rani
Ans: (b) Tapi
Write the opposite of:
(i) Large (ii) Kind (iii) Dirty (iv) Unhappy (v) Backyard
Ans:
i. Large — small
ii. Kind — unkind
iii. Dirty — clean
iv. Unhappy — happy
v. Backyard — front yard
True / False:
i. Tapi took Mridu to her friend’s house.
Ans: False
ii. The Beggar’s feet were blistered.
Ans: True
iii. The Music Master was searching for his violin.
Ans: False
Insert the correct forms of the verb:
1. The sun ________ during the day. (shine / shines / shone)
Ans: shines
2. We ________ a hockey match tomorrow. (are playing / play / will play)
Ans: will play
3. I ________ for the examination for one year. (has been preparing / have been preparing / have prepared)
Ans: have been preparing